ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঢাকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, অক্টোবর ২৮, ২০২৩

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা আজকের মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল কার্যত বন্ধ। শহরতলীর বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়কগুলো ফাঁকা। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ কালবেলাকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।

শনিবার, ডিসেম্বর ০৪, ২০২১

“কালীগঞ্জ রাইডার্স” এর গ্রুপে পাঁচ হাজার সদস্য পূর্তিতে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।

“কালীগঞ্জ রাইডার্স” এর গ্রুপে পাঁচ হাজার সদস্য পূর্তিতে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত।


 ঝিনাইদহের কালীগঞ্জে বাইক প্রেমিদের নিয়ে খোলা ফেসবুক গ্রুপের পাঁচ হাজার সদস্য পূর্ণ হওয়ায় গ্রুপের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান “ডিজিটাল মোবাইল হাউজ” এর সৌজন্যে শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকালে শহরের মেইন বাস স্ট্যান্ডে বাইকার্সদের সচেতন করার লক্ষ্যে গ্রুপের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় বিভিন্ন সতর্কবার্তা সহ লিফলেট বিতরণ করা হয়৷ সাথেই হেলমেট পরিহিত বাইক চালকদের মাঝে উপহার হিসাবে ডিজিটাল মোবাইল হাউজের সৌজন্যে চাবির রিং প্রদান করেন ডিজিটাল মোবাইল হাউজের স্বত্বাধিকারী কবির হাসান ও কালীগঞ্জ রাইডার্স এর এডমিন এহতেশাম রফিক। উক্ত পথসভায় কালীগঞ্জের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানের সদস্যরা অংগ্রহণ করেন৷


পথসভা শেষে বিকালে কালীগঞ্জ রাইডার্স এর এডমিন লিছান হোসেন ও এহতেশাম রফিকের নেতৃত্বে মোবারকগঞ্জ চিনিকল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাঁচ হাজার সদস্য পূর্তিতে কেক কাটা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিজিটাল মোবাইল হাউজের স্বত্বাধিকারী কবির হাসান, খাঁটি মধু ও খাঁটি বাজারের স্বত্বাধিকারী, অনলাইন কেনা-বেচা কালীগঞ্জ গ্রুপের এডমিন রুমেল পারভেজ প্রান্ত, ওয়াও অচোম গ্রুপের এডমিন নিয়ামুল কবির, ইয়াং স্টার ক্লাবের উপদেষ্টা মাহাবুবুর রহমান সহ কালীগঞ্জের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ফেসবুক গ্রুপের এডমিনরা। আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ বাইকার্স ক্লাব, মহেশপুর রাইডার্স ও চৌগাছা রাইডার্সের এডমিন প্যানেল সহ বাইকবিডি গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানে প্রায় একশতাধিক বাইকার্স উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্যে বাইক সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বক্তারা গ্রুপের পাঁচ হাজার সদস্য পূর্ণ হওয়ায় গ্রুপকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন।গ্রুপের এডমিন এহতেশাম রফিক জানান, বাইকিং কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে এবং বাইকার্সদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টির লক্ষ্যেই এই গ্রুপ খোলা। গ্রুপের মাধ্যমে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়াতে চাই বলেও জানান।

বিকাল ৫টায় কেক কাটা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরনী ও র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

গুলশানে ফ্লাটে তরুনীর রহস্যজনক মৃত্যু, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে অভিযুক্ত করে মামলা দায়ের

গুলশানে ফ্লাটে তরুনীর রহস্যজনক মৃত্যু, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে অভিযুক্ত করে মামলা দায়ের

মোস্তফা ইবনে মাসুদ, স্টাফ রিপোর্টার, বার্তা প্রতিদিন ২৪ ডটকম


বাংলাদেশের বৃহত্তম শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমের ছেলে ও বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সায়েম সোবহান আনভীরের বান্ধবী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে গুলশান ২ এর রোড নাম্বার# ১২০, বাড়ি নাম্বার# ১৯, ফ্ল্যাট বি-৩ তে দুই মাস পূর্বে এক লক্ষ টাকায় ভাড়া নিয়েছিলেন আহমেদ সোবহান আনভীর।

জানা যায় আহমেদ সোবহান আনভীর উক্ত বাসার ভাড়া দিতেন এবং মাঝে মাঝে উক্ত বাসায় আসা যাওয়া করতেন। বাসাটিতে মুনিয়া একাই থাকতো।

গুলশান থানার উপপুলিশ কমিশনার জানান, “মেয়েটির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সম্পর্ক দুই বছরের। আনভীর এক বছর মেয়েটিকে বনানীর ফ্লাটে রাখেন। পরে আনভীরের সঙ্গে মনোমালিন্য হলে তিনি কুমিল্লায় চলে যান। তবে মার্চ মাসে ঢাকায় এসে গুলশানের ওই ফ্লাটে থাকা শুরু করেন।


২৩ এপ্রিল একটি ইফতার পার্টি হয় ওই বাসায়। ওই পার্টির ছবি ফেসবুকে আপলোড করা হলে মেয়েটির সঙ্গে আনভীরের মনোমালিন্য হয়। পরে মেয়েটি তার বোনকে ফোন করে জানান, যে কোনো মুহূর্তে তার যে কোনো ঘটনা ঘটতে পারে।’

এই ফোনের পর কুমিল্লায় থেকে সোমবার বিকেলে ঢাকায় আসেন ওই তরুণীর বোন। তবে গুলশানের ফ্লাটটির দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরে তরুণী ঝুলন্ত মরদেহ দেখতে পান।

উপকমিশনার সুদীপ বলেন, ‘সাক্ষ্য প্রমাণ হাতে আসলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

গুলশান থানা পুলিশ জানায় রাত সাড়ে আটটায় তারা ঘটনাস্থলে পৌছায় এবং লাশ এর সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। থানা কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোমবার, জানুয়ারী ০৪, ২০২১

টিকা অনুমোদনের খবরে ২১৬ পয়েন্ট বাড়ল সূচক

টিকা অনুমোদনের খবরে ২১৬ পয়েন্ট বাড়ল সূচক

 

টিকা অনুমোদনের খবরে ২১৬ পয়েন্ট বাড়ল সূচক

বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১৬ পয়েন্ট। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের। লেনদেনের একপর্যায়ে বিক্রেতাশূন্য হয়ে পড়ে এই দুই শেয়ারের দর।

মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদনের খবরে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে আজ। গত বুধবার করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর গত শুক্রবার ওই টিকা ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকার। তাই এই অনুমোদনের খবরে বেক্সিমকোর শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে।


রবিবার, জানুয়ারী ০৩, ২০২১

বিমানের সৌদি আরবগামী ফ্লাইট শুরু ৬ জানুয়ারি

বিমানের সৌদি আরবগামী ফ্লাইট শুরু ৬ জানুয়ারি

 

বাংলাদেশ থেকে সৌদি আরব গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com–এ দেওয়া শিডিউল অনুযায়ী বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এই যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।