Previous
Next

সর্বশেষ

22 July 2024

হামলার আশংকা করছি: আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না: পররাষ্ট্র মন্ত্রী

হামলার আশংকা করছি: আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না: পররাষ্ট্র মন্ত্রী

 আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না: পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সোমবার ঢাকায় এক সাংবাদিককে টেলিফোনে বলেছেন, আন্দোলন কোনোভাবেই দমানো যাচ্ছে না। আর যদি এবার আন্দোলন দমিয়েও ফেলি কিন্তু পরবর্তীতে দেশ চালাতে পারব কিনা জানি না। 

তিনি ওই সাংবাদিককে বলেন, অনেকেই দেশ ছাড়ছেন। আমারা যারা দেশে আছি তারা নিজেদের উপর হামলার আংশকা করছি। আমাদের উপর হামলা হতে পারে। 

কারা দেশে ছেড়ে দেশ চলে গেছেন এ বিষয়ে হাসান মাহমুদ বিস্তারিত কিছু বলেননি বলে ওই সাংবাদিক দ্য মিরর এশিয়াকে জানান।

গত পাঁচদিনে প্রায় ৪৮হাজার ৬০০ যাত্রী বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে

গত পাঁচদিনে প্রায় ৪৮হাজার ৬০০ যাত্রী বিমানে বাংলাদেশ ত্যাগ করেছে

 

ঢাকা বিমানবন্দর

চলমান কোটা সংস্কার আন্দোলন  ও গণ আন্দোলনের কারণে ১৭ জুলাই থেকে ২২ জুলাই দুপুর পর্যন্ত প্রায় ৪৮ হাজার ৬০০ মানুষ বাংলাদেশ ত্যাগ করেছে। আন্দোলনকারীদের উপর পুলিশের ব্যাপক দমন নিপীড়ন ও সহিংসতার কারণে অনেকেই দেশ ছাড়তে শুরু করেন। 

ইমিগ্রেশন পুলিশের উপ-মহাপরিদর্শক মনিরুল ইসলাম দ্য মিরর এশিয়াকে এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ পরান ও সিলেটের ওসমানী বিমানবন্দর দিয়ে উল্লেখিত যাত্রীরা দেশ ত্যাগ করেন।

এর মধ্যে ১৮ হাজার ৬০০ বিদেশী পার্সপোর্টধারী এবং ৩০ হাজার বাংলাদেশী পার্সপোর্টধারী যাত্রী রয়েছেন বলে ইমিগ্রেশন অফিস সূত্রে জানা গেছে।  বিদেশী পাসপোর্টধারীদের মধ্যে অন্যদেশের নাগরিক ছাড়াও অনেক বাংলাদেশী বংশদ্ভূতরা ছিলেন। এসব যাত্রীদের মধ্যে অনেক রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, আমলা, সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যও রয়েছেন।

ইমিগ্রেশন পুলিশের ওই সূত্রটি জানায়, দেশে ইন্টারনেট বন্ধ থাকার কারণে কেন্দ্রীয় সার্ভারে এসব যাত্রীদের দেশ ত্যাগের তথ্য সংরক্ষণ না করে ম্যানুয়ালি সংরক্ষণ করা হয়েছে। 

উল্লেখ্য আন্দোলন, দমন, পীড়নের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অনেক দেশ তাদের নাগরিকদের সতর্ক করেছিলেন। ভারত তার নাগরিবদের দেশে ফিরে যেতে বলে। যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। 


বৃহস্পতি ও শুক্রবারের বিক্ষোভে ৪৭৬জন শিক্ষার্থী নিহত

বৃহস্পতি ও শুক্রবারের বিক্ষোভে ৪৭৬জন শিক্ষার্থী নিহত

 


নরসিংদীতে পুলিশ-বিজিবির হামলায় বৃহস্পতিবার নিহত তাহমিদ তামিম (১৫) : ছবি: কোটা মুভমেন্ট বাংলাদেশ ২০২৪ এর ওয়েবাসাইট থেকে নেওয়া। 

বৃহস্পতিবার ও শুক্রবারের বিক্ষোভ চলাকালে সারাদেশে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ৪৭৬জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে গোয়েন্দার সংস্থার হিসাবে জানা গেছে। ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানাচ্ছেন নিহতদের অধিকাংশেরই বয়স ১৯ এর নীচে। নিহত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সন্তানও রয়েছে। এর মধ্যে ১১ জন পুলিশ কর্মকর্তার সন্তান। সামরিক বাহিনীর কর্মকর্তার সন্তান আছেন ৪ জন। আমাদের সংবাদদাতা জানিয়ে গত কয়েকদিনে হতাহতের সংখ্যা আরো বেশি। যোগােযোগ বিচ্ছিন্ন থাকায় ও সরকার তথ্য গোপন করায় প্রকৃত সংখ্যা জানাতে বিলম্ব হচ্ছে।

রাত ৯ টায় ইন্টারনেট চালু হতে পারে

রাত ৯ টায় ইন্টারনেট চালু হতে পারে

 


রাত ৯ টায় ইন্টারনেট সেবা চালু হতে পারে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে এমনটাই জানানো হয়েছে। 

ইন্টারন্টে সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের এক নেতা দ্যা মিরর এশিয়াকে জানান, ৯ টা থেকে ইন্টারনেট চালু করার কাজ করছি আমরা।

তবে ফেসবুক ও ইউটিউব বন্ধ থাকবে বলে ওই নেতা জানান। 

উল্লেখ্য স্বাধীনতা উত্তরকালে সবথেকে বড় ছাত্র বিক্ষোভের মুখে সরকার বৃহস্পতিবার বিকোল থেকে ইন্টারনেট বন্ধ করে দেয়। ফলে বহির্বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা ইন্টারনেট খুলে দিতে বলেন। কারণ হিসাবে তারা জানান ইন্টারনেট না থাকার কারণে আমাদানী-রপ্তানী নির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

23 February 2024

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। 
গত বুধবার প্রথম পর্বে সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নিউ ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেল প্রাঙ্গণে প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরির পর জাতীয় সংগীত, জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন, শহীদ মিনারে (অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
পরে সকাল ৮টায় অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সহকারী অধ্যাপক ও দৃশ্যকলা অনুষদের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. সুরেশ কে নায়ারের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় ভাষা ও সংস্কৃতি-এর বিষয়বস্তুতে চিত্রকর্ম প্রদর্শনী। বাংলাদেশি স্নাতকোত্তর শিক্ষার্থী মেহেদী হাসান রবিনের তত্ত্বাবধানে প্রায় পাঁচটি দেশের শিক্ষার্থীর ক্যানভাসে ফুটে ওঠে ভাষা আন্দোলন ও সংস্কৃতির নানান দিক। 
বাংলাদেশি স্নাতকোত্তর শিক্ষার্থী সাজিদা ফাতেমা অন্তিকাকে আহ্বায়ক, মেহেদী হাসান রবিন ও তানজিম হাসান পিপাসকে যুগ্ম-আহ্বায়ক করে গঠিত অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন কমিটি গঠন করা হয়। এ কমিটির বিভিন্ন দায়িত্বে বাংলাদেশিসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করেন। 
সন্ধ্যা ৬টায় সুরঞ্জনা নাথ ভৌমিক ও সৌরভ সাহার সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালভিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি, বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার (কো-অর্ডিনেটর) ও কৃষিবিজ্ঞান ইনস্টিটিউটের (পরিচালক) প্রফেসর ড. এস. ভি. এস. রাজু। 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নিউ ইন্টারন্যাশনাল বয়েজ হোস্টেলের প্রশাসনিক ওয়ার্ডেন প্রফেসর ড. আক্তার আলি, সংগীত ও পারফর্মিং কলা অনুষদের ডিন প্রফেসর ড. কে শশী কুমার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সুমিতা চট্টোপাধ্যায়, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. সুবীর ঘোষ, ইন্টারন্যাশনাল গার্লস হোস্টেলের প্রশাসনিক ওয়ার্ডেন ড. নিতি সিং। 
বিশেষ অতিথির বক্তব্যে বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সুমিতা চট্টোপাধ্যায় অমর একুশে ফেব্রুয়ারি তাৎপর্য তুলে ধরেন। সেই সঙ্গে দেশভাগের দুঃসহ-যন্ত্রণার কথা ব্যক্ত করেন এবং একুশের ওপর স্বরচিত কবিতা আবৃতি করেন। 
তবে বিগত বছরের তুলনায় এবারের আয়োজন ছিল ভিন্ন মাত্রার। কেননা, আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানটি বাংলাদেশি সংগীত শিল্পী ও গবেষক শরিফ আরেফিন রনির সংগীত পরিচালনায় ১৩টি ভাষায় (বাংলা, নেপালি, মণিপুরী, মরিশাস, ফরাসি, আরবি, ফারসি, উড়িয়া, চাকমা, রুশ, ইংরেজি, সংহলি ও উত্তরাখণ্ডের পাহাড়ি) পরিবেশন করা হয়। 
পাশাপাশি বিভিন্ন দেশের দেশাত্মবোধক কবিতা, গান, নৃত্য পরিবেশনের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের সঙ্গে একাত্ম পোষণ করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শুধু তাই নয়, অমর একুশে ফেব্রুয়ারিকে রং তুলির আঁচড়ে আলপনার মাধ্যমে রাঙিয়ে তোলা হয় পুরো হোস্টেল প্রাঙ্গণ। শহীদ মিনার ও আলপনার শৈল্পিক কাজটি করেন বাংলাদেশি স্নাতকোত্তর শিক্ষার্থী পুলক কুমার সরকার। 
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সাজিদা ফাতেমা অন্তিকা সমাপনী বক্তব্যে বলেন, ‘আমরা আজ এখানে একত্রিত হয়ে শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই অন্যান্য দেশের সকল মাতৃভাষার প্রতি।’ তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীকে একুশের তাৎপর্য অন্যান্য দেশের শিক্ষার্থীদের কাছে তুলে ধরার আহ্বান জানান। 
ভারতের বেনারস থেকে পাঠিয়েছেন মো. আমিনুল ইসলাম

28 October 2023

গাজায় ইসরাইলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই

গাজায় ইসরাইলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র গ্রুপ শনিবার ভোর রাতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার ভেতরে ইসরাইলি স্থল বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান সম্প্রসারণ করার কথা ইসরাইল ঘোষণা করার পর হামাস এই বক্তব্য প্রদান করল। তারা জানিয়েছে, তারা যেকোনো হামলা মোকাবেলা করবে।

হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, 'আমরা উত্তর গাজার বেইত হানুন এবং মধ্যভাগে পূর্ব বুরিজে ইসরাইলি আকস্মিক স্থল হামলা মোকাবেলা করছি। স্থলভাগে সহিংস সম্পৃক্ততা রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নির দিনার এএফপিকে বলেন, 'আমাদের সৈন্যরা আগের দিনের মতো গাজার ভেতরে অভিযান চালাচ্ছে।'

ইসরাইলি স্থল বাহিনী বুধবার ও বৃহস্পতিবার রাতে গাজার অভ্যন্তরে সীমিত স্থল অভিযান পরিচালনা করে।

ইরানের নেতাকে সতর্ক করলেন বাইডেন : হোয়াইট হাউস

প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরাইল-হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এই কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বাইডেনকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘সরাসরি একটি বার্তা সম্প্রচার করা হয়েছে। যতদূর যেতে যাচ্ছি, আমি তত দূর যাবো।’ তবে কীভাবে এই বার্তা দেয়া হয়েছে তা বলতে অস্বীকার করেছেন কিরবি।

পরে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত পূর্ব সিরিয়ার দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে।

পেন্টাগন বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সাথে সাথে ইরাক ও সিরিয়ায় মার্কিন ও মিত্র বাহিনীর ওপর এই মাসে কমপক্ষে ১৬ বার হামলা হয়েছে। এজন্য ‘ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী’কে দায়ী করা হয়েছে।

বাইডেন বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি খামেনিকে সতর্ক করে দিয়েছিলেন যদি হামলা অব্যাহত থাকে তবে এর প্রতিক্রিয়া হবে।

যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে সাথে নিয়ে বাইডেন বলেন, ‘আয়াতুল্লাহর প্রতি আমার সতর্কবার্তা ছিল তারা যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে, আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ইসরাইলের সাথে এর কোনো সম্পর্ক নেই’।

এদিকে হামাসের হামলার পর গাজার বিরুদ্ধে ইসরাইলের বিমান ও কামান হামলার বিষয়ে ইরান জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ওয়াশিংটনকে সতর্ক করেছে।

পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘আমি অকপটে আমেরিকান রাষ্ট্রনায়কদের এবং সামরিক বাহিনীকে বলছি যারা এখন ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে, আমি তাদের সতর্ক করছি। আমরা এই অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ ও পরিধিকে স্বাগত জানাই না।’

‘তবে আমি সতর্ক করে দিচ্ছি যদি গাজায় গণহত্যা চলতেই থাকে, তারা এই আগুন থেকে রেহাই পাবে না।’

হামাস হামলার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছাকাছি দু’টি বিমানবাহী রণতরী সরিয়ে নিয়ে এসেছে এবং বলেছে যে, এটি ইরান এবং তার মিত্রদের সংঘাতকে প্রসারিত করা থেকে বিরত করার একটি প্রচেষ্টা।

রোববার প্রতিরক্ষা ন্ত্রী লয়েড অস্টিনও এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার নির্দেশ দিয়েছেন এবং অতিরিক্ত বাহিনীকে অবহিত করেছেন যেন তারা দ্রুততম সময়ে মোতায়েন হতে পারে।

সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট, এএফপি এবং অন্যান্য


ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা আজকের মহাসমাবেশ কেন্দ্র করে রাজধানীর সঙ্গে সারাদেশের বাস চলাচল কার্যত বন্ধ। শহরতলীর বাসও রাস্তায় খুব একটা দেখা যাচ্ছে না। মহাসড়কগুলো ফাঁকা। পুলিশের তল্লাশি চৌকিতে উপযুক্ত কারণ দেখিয়ে মাঝে মধ্যে দুই একটি অটোরিকশা ও প্রাইভেটকার নগরীতে প্রবেশের অনুমতি পাচ্ছে।

ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ কালবেলাকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।