বাংলাদেশ থেকে সৌদি আরব গমনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। এরই পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী ফ্লাইট নিয়মিতভাবে চলাচল করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কারণে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com–এ দেওয়া শিডিউল অনুযায়ী বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে এই যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।