আবুজার গিফারী, স্টাফ রিপোর্টার
নারী ও শিশু সুরক্ষা নিয়ে পথ চলায় উইথ শী - ঝিনাইদহ টীম ২৪ ফেব্রুয়ারী ২০২১ তারিখ, বুধবার বিকালে কালীগঞ্জ এর স্থানীয় সবুজ বাংলা রেস্টুরেন্টে স্থানীয় শিশুদের নিয়ে " শিশু সুরক্ষা কর্মশালা " এর আয়োজন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডাঃ শেখ মামুনুর রশীদ, এছাড়াও উপস্থিত ছিলেন উইথ শী এর ঝিনাইদহ জেলা এ্যাম্বাসেডর আসিফুজ্জামান সমুদ্র,১ টাকায় জীবন এর সমন্বয়ক ও কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা ইবনে মাসুদ, কালীগঞ্জ স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসিন আরাফাত তুহিন, সহ-সভাপতি তোহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক শ্রেয়সী সাহা তৃষা,সায়েম আল রাতুল,সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারীসহ কালীগঞ্জ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের" ও "১ টাকায় জীবন" এর স্বেচছাসেবকবৃন্দ। উক্ত কর্মশালায় শিশুদের সাথে ভালো স্পর্শ -খারাপ স্পর্শ নিয়ে সেশন পরিচালনা করেন "উইথ শী" কমিউনিকেশন টীমের প্রতিনিধি মোঃ খলিলুর রহমান সাগর। উইথ শী এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কেও জানানো হয় সবাইকে। উক্ত অনুষ্ঠানে অবিভাবকদের হতে তাদের অনুভূতিও জানা হয়।
উক্ত কর্মশালায় শিশুদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।