23 February 2021

কালীগঞ্জে মৃতপ্রায় চিত্রার বুকে একাধিক বাঁধ দিয়ে অবৈধভাবে ধান চাষ

আবুজার গিফারী, স্টাফ রিপোর্টার


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত চিত্রানদীর বুকে অবাধে চলছে ধানচাষ।নদীর ভিতর অধিকাংশ স্থানে বাঁধ দিয়ে ধান চাষ করছে কতিপয় এলাকার প্রভাবশালী লোকজন। যার ফলে নদীর স্রোত বাঁধাগ্রস্থ হওয়ার সাথে সাথে জলজ প্রাণীদেরও মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে।কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের নদীপাড়ার এক ঘাটে গিয়ে দেখা যায় সেখানে একসময় প্রচুর স্রোত থাকলেও বর্তমানে সেটাকে ধানক্ষেত বলে মনে হচ্ছে।এছাড়াও একাধিক মাছ ধরার বাঁধের কারণে সেখান থেকে পানি চলাচল বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী সূত্রে জানা যায় নদীপাড়া ও চাপালী গ্রামের নদীর তীরবর্তী কতিপয় প্রভাবশালী লোকজন অবৈধভাবে নদী দখল করে এভাবে অবাধে চাষাবাদ চালাচ্ছে।এলাকাবাসীর প্রাণের দাবী প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তাদের চিরচেনা খরস্রোতা চিত্রানদীকে আবার তাদের মাঝে ফিরিয়ে দেবে।


শেয়ার করুন