28 August 2022

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা কাল

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল সোমবার (২৯ আগস্ট) প্রকাশিত হবে। এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা তাদের আইডি লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া ক্ষুদেবার্তার মাধ্যমেও এ ফল পাওয়া যাবে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল মেধাতালিকা প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছুদের ফলাফল পেতে SMS (nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। এছাড়া রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটেও (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



শেয়ার করুন