18 February 2021

যশোরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

 লোটাস আহমেদ শুভ, যশোর প্রতিনিধি - 


যশোর শহরের অন্ধ হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এতিমখানায় অন্ধ দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে “রতন কেমিস্ট্রি কেয়ার”।তাদের সার্বিক ভাবে সহযোগিতা করে যশোরের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন “হাসি-মুখ”।

শনিবার (১৩ফেব্রয়ারি) দুপুর তিনটার সময় তারা অন্ধ এতিমখানায় ৬০ থেকে ৭০ জন দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার ও কম্বল বিতরণ করেন।

রতন কেমিস্ট্রি কেয়ার এর পরিচালক জে বি জে রতন বলেন “অনেক দিন এর স্বপ্ন ছিল পথশিশু, অসহায়, দরিদ্র,অন্ধ,এতিম এদের পাশে থাকা এবং এদের কষ্টগুলা ভাগাভাগি করে নেয়া। আল্লাহর অশেষ রহমতে স্বপ্ন গুলা পূরন করার পথে। ইনশাআল্লাহ সব সময় এদের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো”।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন রতন কেমিস্ট্রি কেয়ার এর পরিচালক জে বি জে রতন, হাসি-মুখ এর সভাপতি ফারহান কাশেম অয়ন, সহ-সাধারন সম্পাদক মেজবাউর রহমান,নির্বাহি সদস্য মুরসালিন হাবিব, সোহেল রানা,আব্দুল সালাম লিওন,জাহিদ হাসান সানি সহ রতন কেমিস্ট্রি কেয়ার এর সকল ছাএ-ছাএী বৃন্দ।


শেয়ার করুন