18 February 2021

কালীগঞ্জে সেই বিতর্কিত টিএইচএ এর অপসারণের দাবিতে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি


ঝিনাইদহের কালীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামিমা শিরিন লুবনার অপসারণের দাবিতে গত বুধবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।কালীগঞ্জ ক্রিয়া ফেডারেশনের আহবানে উক্ত মানববন্ধনে অংশ নেয় কালীগঞ্জের সর্বোস্তরের জনগণ।এসময় তারা ঝাঁটা ও জুতা নিয়ে তীব্র প্রতিবাদ জানায়। উল্লেখ্য গত সোমবার কালীগঞ্জ ক্রিয়া ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক ও কালীগঞ্জবাসীর অত্যন্ত প্রিয় মুখ জনাব লুৎফর রহমান লাড্ডু অনুমতি ছাড়া "টিএইচএ" এর অফিস কক্ষে প্রবেশ করায় তাকে চরমভাবে অপমান করেন ডাঃলুবনা। 


এমনকি এক পর্যায়ে তাকে নেশাখোর অপবাদ দিয়ে পুলিশে দেওয়ার হুমকি পর্যন্ত দেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে এবং একই সাথে সকলে তাদের নিজেদের সাথে হওয়া চরম অনিয়মগুলো তুলে ধরতে থাকে।গতকাল মানববন্ধন শেষে সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ডাঃ লুবনাকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করে এবং একই সাথে ডাঃলুবনা ও তার স্বামী ডাঃ এম.এ কাফির ডোপ টেস্ট করার দাবী জানায়। এর আগেও এই কর্মকর্তার নামে করোনার চিকিৎসা তহবিল থেকে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা মানববন্ধনে আসা সবাইকে শান্ত থাকার পাশাপাশি আইন অনুযায়ী এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।


শেয়ার করুন