রাত ৯ টায় ইন্টারনেট সেবা চালু হতে পারে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে এমনটাই জানানো হয়েছে।
ইন্টারন্টে সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের এক নেতা দ্যা মিরর এশিয়াকে জানান, ৯ টা থেকে ইন্টারনেট চালু করার কাজ করছি আমরা।
তবে ফেসবুক ও ইউটিউব বন্ধ থাকবে বলে ওই নেতা জানান।
উল্লেখ্য স্বাধীনতা উত্তরকালে সবথেকে বড় ছাত্র বিক্ষোভের মুখে সরকার বৃহস্পতিবার বিকোল থেকে ইন্টারনেট বন্ধ করে দেয়। ফলে বহির্বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় বাংলাদেশ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা ইন্টারনেট খুলে দিতে বলেন। কারণ হিসাবে তারা জানান ইন্টারনেট না থাকার কারণে আমাদানী-রপ্তানী নির্ভর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
খবর বিভাগঃ
বাংলাদেশ