14 October 2023

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ।

 বর্তমান সময়ে প্রতিনিয়ত আমরা সংবাদ মাধ্যম কিংবা বিভিন্ন ধরনের মিডিয়ায় দুর্ঘটনার খবর অহরহ শুনে থাকি। এই দুর্ঘটনা গুলো অধিকাংশই মোটরবাইক কিংবা বাইকের মাধ্যমে ঘটে থাকে। কেননা বাংলাদেশের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি হয়েছে সেই সাথে এদেশে দক্ষ চালকের বড্ড অভাব রয়েছে তাই তো অদক্ষ চালকের কারণেই দেশের প্রতিটি অঞ্চলে প্রতিনিয়ত দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। এই দুর্ঘটনার কারণে অনেকেই অকালেই নিজের সবকিছু হারিয়ে ফেলছেন। তেমনি একটি দূর্ঘটনা আজ আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে কালীগঞ্জ এবং কোটচাঁদপুর রোডে ইশ্বরবা গ্রামের জামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে শাকিল নামে একটি ছেলে আহত হন। তার বয়স আনুমানিক ২০ বছর।


তার বাড়ি শাহপুর ছোট ঘিঘাঁটি । প্রতক্ষদর্শী জানায় ঐ জায়গায় রাস্তা একটু খারাপ। অনেক বড় বড় গর্ত হয়েছে। সেই গর্তের ভিতর পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শাকিল এবং দূর্ঘটনা ঘটে। ওখান থেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ডাক্তার তাকে চিকিৎসা করেন। অনেক বড় বিপদ থেকে বেঁচে যায় শাকিল। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়েছে। এলাকার বসবাসরত মানুষের দাবী দ্রুত রাস্তাটি সংস্কার করা উচিত।


শেয়ার করুন