আবুজার গিফারী, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের পাতবিলা নামক স্থানে তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এছাড়াও দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪ টার সময় সাদিয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রামের সৌভিক বিশ্বাস(২৮),কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের সোহেল হোসেন(২৭) ও আকরাম হোসেন(৪০)।কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদের সাথে কথা বলে জানা যায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় কালীগঞ্জ থেকে আসা আরো একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিতে ধাক্কা দেয়।এসময় ঘটনাস্থলেই সৌভিক মারা যান এবং আহত চারজনের ভিতর সোহেল ও আকরাম পরবর্তীতে যশোর সদর হাসপাতালে মৃত্যবরণ করেন।গত কয়েকদিনের ঘনঘন এমন দুর্ঘটনায় কালীগঞ্জবাসীর মাঝে তীব্র উদ্বেগ - উৎকণ্ঠা বিরাজ করছে।