শুক্রবার, জানুয়ারী ০৮, ২০২১

সাংসদ কন্যা ডরিনের ব্যতিক্রমী আয়োজন - পদ্মা সেতুর নিচে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 


ব্যাতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পদ্মা সেতুর নিচে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।


প্রায় ২ শতাধিক নেতা কর্মী নিয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিনের নেতৃত্বে মঙ্গলবার বিকালে ওই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। 



পদ্মা সেতুর নিচে লঞ্চের উপরে উৎসব মুখর পরিবেশে এ কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শিবলী নোমানী ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল।


এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ নেত্রী মুমতারিন ফেরদৌস ডরিন জানায়, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার সপ্নের পদ্মা সেতু সকল বাধা বিপত্তি পেরিয়ে আজ বাস্তবে রূপ নিয়েছে। সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার এই সফলতাকে স্ব-চক্ষে দেখাতেই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নিয়ে এসেছেন পদ্মা পাড়ে।




প্রায় ১৭০ কিলোমিটার দূরে পদ্মা সেতুর এ ব্যাতিক্রমী সফরে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, পৌর ছাত্রলীগের আহবায়ক (প্রস্তাবিত) আশিকুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ হোসেন মোল্লা সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও তাদের ওই সফরে আমন্ত্রিত অতিথি হিসাবে গনমাধ্যম কর্মীরাও অংশ নেন।


শেয়ার করুন