3 January 2021

যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য হোটেল প্রস্তুত, নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টিনে

যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য হোটেল প্রস্তুত, নিজ খরচে থাকতে হবে কোয়ারেন্টিনে

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রস্তুত করা হয়েছে দুটি আবাসিক হোটেল। কাল সোমবার সকালে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সরাসরি প্রায় ৬০ জন যাত্রী সিলেটে আসার কথা আছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, যুক্তরাজ্যফেরত সব যাত্রীকে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

কোয়ারেন্টিন নিশ্চিত করতে আজ রোববার সিলেট বিভাগীয় করোনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হোটেল নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা যায়, করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট যোগযোগ অব্যাহত আছে। এমন অবস্থায় করোনার নতুন ধরন সংক্রমণ ঠেকাতে চলতি মাসের প্রথম থেকে যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন করার নির্দেশনা দিয়েছে সরকার। কোয়ারেন্টিনের জন্য যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজ খরচ কোয়ারেন্টিনে থাকতে হবে।


শেয়ার করুন